আমার বাবা চাঁদ আনিবে চাঁদের দেশে গিয়ে সারা গ্রাম ঘুরে বেরায় আমায় কাধে নিয়ে পাখ-পাখালির সুরে-সুরে আমার সুর মিলায় আমি নাকি আসছি তাদের পড়ন্ত এক বেলায় ৷ আমার বাবার স্বপ্নচূড়ায় আমায় নিয়ে আঁকে হোগলা পাতার মোছলার মতো আমায় বেঁধে রাখে মহত, গুণি, সচ্চলতা সবার কথা বলে অন্যায়, অবিচার, মিথ্যাচারীর থেকোনা তাদের দলে ৷ আমার বাবা বৈশাখী মেলায় আমায় ঘুরতে নেয় হরেক রকম খেলনা পুতুল আমায় কিনে দেয় ৷ সঠিক পথে রোজঘার করে আমায় খুশি রাখে আমার মুখের হাসিটুক বাবার মুখে থাকে ৷ আমার বাবার অশ্রু ঝরে আমার কিছু হলে কেঁদে কেঁদে বুক ভেসে যায় দুই নয়নের জলে ৷ ভব জুড়ে এই আমি ছাড়া নাই যে বাবার কেহ আমি যদি নারাজ থাকি পুড়ে বাবার দেহ ৷ আমার বাবা, মায়ের কথা বলে কেঁদে দেয় স্মৃতির মাঝে হামাগরি তাকে দোলা দেয় ৷ ছোট্ট শিশু আমায় মায়ে বাবার কোলে দিয়ে মুখে চুম্মা দিয়ে আম্মা গেলো হাড়িয়ে ৷ আমার বাবা সবার সেরা আমার হৃদয় মাঝে সবার বাবা এমনি তো আমার বাবার সাজে ৷ বুকে আগলে ধরে আমায় আজও রাখে কাছে আমার বাবার মতো বাবা কয়জনারি আছে ৷
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা
ব্যাখ্যায় লেখকের বক্তব্য
আমার বাবা কবিতা থেকে জানা যাবে, বাবারও সন্তানের প্রতি মায়া মমতা ভালবাসা আছে। মায়ের পরে বাবার স্থান সেটি ঈশ্বর নিজে বলছেন। বাবা আমাদের নিয়ে ছোট বেলায় অনেক কষ্ট করে থাকেন, আমরা এই কবিতা থেকে বাবার ভালোবাসা সর্ম্পকে জানতে পারবো।
১৭ জানুয়ারী - ২০১৯
গল্প/কবিতা:
৫ টি
সমন্বিত স্কোর
৪.৫
বিচারক স্কোরঃ ২.১ / ৭.০পাঠক স্কোরঃ ২.৪ / ৩.০
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।